Call: +880 1711336825, 01402288573, 01678076361-69
বান্দরবান জেলার লামা (Lama) উপজেলা প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গ রাজ্য হিসাবে খ্যাত। প্রায় ১১ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা ও নৈসর্গিক পরিবেশ লামা আসা ভ্রমণ পিপাসু মানুষের হৃদয়কে মোহিত করে। বিশেষ করে চকরিয়া থেকে লামা যাওয়ার রাস্তাটা যেন স্বর্গে প্রবেশের সংযোগ। এছাড়া কোয়ান্টাম শিশু কাননে অসাধারণ সূর্যাস্ত দেখতে পারেন। লামায় যাওয়ার পথে লামা থেকে ৭ কিলোমিটার দূরত্বে প্রায় ৩৩ একর জায়গা জুড়ে রয়েছে মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স। সমতল ভূমি থেকে প্রায় ২২০০ ফুট উচ্চতায় আবস্থিত এই পর্যটন কমপ্লেক্স থেকে পাহাড় আর মেঘের অপূর্ব লুকোচুরি খেলা দেখা যায়। মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সে জনপ্রতি প্রবেশ মূল্য ২০ টাকা।
লামায় ঘোরার স্থানের তালিকায় রাখুন লামা বাজার, মার্মা পাড়া এবং মাতামুহুরি ব্রীজের নাম। মাতামুহুরি ব্রীজ থেকে সুর্যাস্ত অসাধারন লাগে। লামাতে আরো আছে সাবেক বিলছড়ি বৌদ্ধ মন্দির ও মিরিঞ্জা পাড়া। মিরিঞ্জা পাড়া লামাতেই সাজেকের মত অনুভূতি এনে দেয়। চাইলে দুই পাশে বড় বড় পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা মাতামুহুরি নদীতে লামা টু মানিকপুর বোট ভ্রমণ করে ফেলতে পারেন।
বাংলাদেশের ভূ-স্বর্গ পার্বত্য জেলায় মেঘ-পাহাড়ের খেলা দেখার পাশাপাশি প্রকৃতিকে সঙ্গে পর্যটকদের অনাবিল আনন্দ দিতে চিরসবুজ সাজে সেজেছে বান্দরবানের লামার মিরিঞ্জা ভ্যালি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৮০০ ফুট উঁচুতে অবস্থিত এই মিরিঞ্জা ভ্যালি। বান্দরবান শহর থেকে ৮৬ কিলোমিটার ও চকরিয়া হতে আলীকদম সড়কে ২৭ কিলোমিটার দূরে লামায় উপজেলায় অবস্থিত এই মিরিঞ্জা ভ্যালী পর্যটন কেন্দ্র। এখানে সুউচ্চ সবুজ পাহাড়-বনানীঘেরা আঁকাবাঁকা পথ, আকাশ, মেঘগুলো পর্যটন কেন্দ্রটিকে দিয়েছে নয়নাভিরাম নৈসর্গিক সৌন্দর্য। নির্মল আনন্দের রাজ্যে নগরের যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে গড়ে উঠেছে প্রকৃতির বুকচিরে আকাশ ছোঁয়া চিরসবুজ এক শান্তিধাম। মিরিঞ্জা ভ্যালীতে আকাশ-মেঘ ভ্রমণপিপাসু মানুষকে হাতছানি দিয়ে ডাকে। এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো পাহাড় আর মেঘের খেলা উপভোগ করা। অবারিত সবুজ প্রান্তর যেখানে মিশে যায় মেঘের ভেলায়। এখানে মেঘের সঙ্গে পাহাড়ের যেন আজন্ম বন্ধুত্ব। প্রকৃতি এলাকাটিকে সাজিয়েছে আপন মনের মাধুরী মিশিয়ে। এখানে ইচ্ছে করলেই ছোঁয়া যায় মেঘ, আকাশকেও মনে হয় বেশ কাছে। রাতে শহরের আলোতে যেন সৌন্দর্য আরও বৈচিত্র্যময়।
Everybody knows Lama of Bandarban like the kingdom of heaven. Lama is the place of small Nri-community which will take the heart of any travel lover. There is everything to be surprised by seeing. The road of Lama from Chokoria is the main attraction. Besides, there is a Quantum child garden which is as far from Lama.
Mirinja Valley in Bangladesh, near Bandarban, is famous for its green hills, misty views, and peaceful beauty. From the Mirinja Tourist Complex viewpoint, which is high up, you can see amazing views of the hills and rivers below. The cool air and beautiful scenery make it a great place to visit for anyone who loves nature.
There will be to go with the car. From here you will see the sunset which is remarkable in one word. There has Mirinja Parjoton Complex. It stands 7Km before reaching Lama. Mirinja is standing on 22 thousand high from flat land. There will be seen the beautiful views of the mixing of mountain and clouds. Entry price per person is 20 TK. There is a chance to cook for a picnic. Parjoton Mirinda has built the 33-acre field.
You can go at Lama Bazar which is very popular. Besides, you can visit Marma Para. Keep the afternoon on the bridge of Matamuhuri. From here the sunset is just awesome. There has river bank, everybody calls this place Bengal. Many boats will be seen from here.
Old Bilchori Buddist temple and Mirinda are at this Lama. In the morning you can get feeling of Sajek. Cloud covering the bottom hills are charming to see. If you want, you can travel by boat Lama to Manikpur. At the time of traveling Lama to Manikpur by boat, you can see high hills both of sides and Matamuhuri river middle side.
You will go Chokoria from Dhaka or Chittagong by bus. Then will go Lama by bus. 750 TK rent needs to go Chokoria from Dhaka, 40 TK rent for going Lama from Chokoria.
There is middle size Hotel at Lama. 300 to 800 TK rent per room.
Booking Office:
Office Address: House # 16, Road # 36, Appt # 2A Gulshan-2, Dhaka-1212, Bangladesh.
Call: +88 01678076361-69, 01714168388,
+88 02222283619, 02222291538, 02222294153, 028837118
Email: mvbayone@gmail.com, bdcruise.com@gmail.com, info@bdcruise.com