The Haor Sail নিয়ে এলো আপনার জন্য ঢাকার খুব কাছেই পদ্মা নদীর শান্ত আবহে সারাদিনের এক অন্যরকম এক্সপেরিয়েন্স। হাউসবোটে ফ্লোটিং লাইফ,এক্সাইটিং সব এক্টিভিটিজ পাশাপাশি থাকছে নদীপাড়ের জনজীবন, নির্মল বাতাস, আর মন ভরে নিন প্রকৃতির স্নিগ্ধতায়।
ট্রিপে আপনাদের মুহূর্তগুলো স্মরণীয় করতে থাকছে-
পদ্মা ব্রিজ এবং সাইটসিয়িং।
নদীর বুকে জেগে ওঠা চর এক্সপ্লোর।
ফিশিং এডভেঞ্জার।
নদীতে/হাউজবোটের পুলে সুইমিং এক্সপেরিয়েন্স।
সন্ধ্যায় বারবিকিউ,ক্যাম্পিং এবং ক্যাম্পফায়ার।
ইনডোর ও আউটডোর গেমস।
স্থানীয় সংস্কৃতি ও খাবার এক্সপেরিয়েন্স।
এই ট্রিপ কেন আপনার জন্য জরুরি?
হ্যাসেল ফ্রি:ঝামেলাহীনভাবে একদিনেই ঘুরে আসুন, পরদিন সতেজ হয়ে কাজে ফিরুন।
ডোর-টু-ডোর সুবিধা: ঢাকা সিটি থেকে পিক-আপ ও ড্রপ থাকায় যাতায়াতের কোনো দুশ্চিন্তা নেই।
সম্পূর্ণ আরামদায়ক: হাউসবোটে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত (AC) কেবিন, সুইমিংপুল এবং মনোরম ভিউ সহ আরামদায়ক বসার জায়গা।
প্রকৃতির মাঝে ডাইনিং: সকালের নাস্তা থেকে শুরু করে রাতে নদীর ধারে বসে বারবিকিউ (Bar-B-Que) – সবটাই টাটকা, স্বাস্থ্যকর এবং ভিন্ন আমেজে!
বড় পরিবার/গ্রুপের জন্য সেরা: আপনার প্রিয়জন বা বন্ধুদের নিয়ে একসাথে কোয়ালিটি টাইম কাটানোর সেরা সুযোগ।
আপনার শান্তির জন্য: ইনফিনিটি রিভারভিউ রুম বা ডেকের শান্ত কোণে বসে বই পড়ুন, গান শুনুন অথবা শুধুই প্রকৃতির নীরবতা উপভোগ করুন।
সবকিছু মিলিয়ে—ঢাকার কাছেই এক এক্সক্লুসিভ ডে ট্রিপ এক্সপেরিয়েন্স, যা আপনাকে দেবে শহরের কোলাহল থেকে এক দিনের মুক্তি।
দা হাওড় সেইল বোটের বৈশিষ্ট্য সমূহঃ
১২টি এসি কেবিন (১০টি কাপল রুম, ২টি ফ্যামিলি রুম)
প্রতিটি কেবিনে বেলকনি, এটাচড ওয়াশরুম, উন্নতমানের এসি ও ফ্যান
শিশুদের খাবার প্রস্তুতের সুবিধা, ইলেক্ট্রিক কেটলি
সুইমিং পুল- হাওরের মাঝেই এক টুকরো শীতল প্রশান্তি
এসি-সুবিধাসম্পন্ন আধুনিক ও আরামদায়ক লবি এবং সৌন্দর্যে ঘেরা একটি জুস বার