দ্বিগন্ত বিস্তৃত জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানোর আনন্দ পেতে চাইলে চলে যান নিকলী হাওরে (Nikli Haor)। নিকলী হাওর কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় অবস্থিত। কিশোরগঞ্জ সদর থেকে নিকলি উপজেলার দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। পানিতে দ্বীপের মত ভেসে থাকা ছোট ছোট গ্রাম, স্বচ্ছ জলের খেলা, মাছ ধরতে জেলেদের ব্যস্ততা, রাতারগুলের মত ছোট জলাবন ও খাওয়ার জন্যে হাওরের তরতাজা নানা মাছ। এই সব কিছুর অভিজ্ঞতা পেতে চাইলে নিকলীর অপরূপ হাওর ভ্রমণ আপনার জীবনে মনে রাখার মত একটি ভ্রমণ হিসেবে গেঁথে থাকবে। আর ঢাকা থেকে একদিনেই ঘুরে আসা সম্ভব নিকলী হাওর থেকে।
Nikli Haor
Nikli Haor is a really amazing who wants to go lost for some time in nature. If you’re interested in taking an excursion on the double-water, head towards Nikli Haor. Nikli Haor is located in Nikli Upazila within Kishoreganj district. Its distance between Kishoreganj Sadar to Nikli Upazila is around 25 kilometers. Small towns which appear as floating islands on the sea clear water and fishermen’s obsession with fishing, tiny waters, like Ratargul along with fresh and delicious haor salmon to take in. If you’re looking to experience everything, Nikli’s amazing haor tour will remain in your memory. It is possible to return from Dhaka within a single day to Nikli Haor if you want.