এম ভি কর্নফুলী এক্সপ্রেস কোথা থেকে ছেড়ে যাবে ?
এম ভি কর্নফুলী এক্সপ্রেস জাহাজ টি কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া (এয়ারপোর্ট রোড) বি আই ডব্লিও টিএ ঘাট থেকে প্রতিদিন নিয়মিত ছেড়ে যাবে ।
কক্সবাজার এয়ারপোর্টের পেছনে নুনিয়ার ছড়া বিআইডব্লিউটিসি ঘাটথেকে উত্তর বাঁকখালী নদী হয়ে বঙ্গোপোসাগরে উঠবে জাহাজটি। এরপর মেরিন ড্রাইভের সাথে সমান্তরাল সমুদ্রপথ ধরে সেন্টমার্টিন পৌঁছাবে। কক্সবাজার এয়ারপোর্টের পেছনে নুনিয়ার ছড়া বিআইডব্লিউটিএ ঘাট। কক্সবাজারে হোটেল-মোটেল জোন থেকে নুনিয়ার ছড়া বিআইডব্লিউটিসি ঘাট দূরত্ব ৫ কিলোমিটার, পৌঁছাতে মোটামুটি ৩০ মিনিট সময় লাগবে।
এম ভি কর্নফুলী এক্সপ্রেস জাহাজর সময় সুচী কি ?
কক্সবাজার বি আই ডব্লিও টি এ ঘাট থেকে ছাড়বে সকাল: ৭.০০ মিনিটে।
সেন্টমারটিন থেকে ছাড়বে বিকাল: ৩.৩০ মিনিটে।
উভয় দিক থেকে গন্তব্যে পৌছুতে সময় লাগবে ৫ ঘন্টা (+,-).
ছোট বাচ্চার কি টিকেট লাগবে?
ছোট বাচ্চা ৫ বছরের নিচে ফ্রি। অতিরিক্ত জন ফুল টিকেট লাগবে।
এম ভি কর্নফুলী এক্সপ্রেস কোন খাবার দেয়া হবে ?
প্রতিবার যাত্রায় এম ভি কর্নফুলী এক্সপ্রেস এর পক্ষ থেকে থাকছে হালকা স্ন্যাকস/ নাস্তা।
ফেরার (রিটার্ন) টিকেট কাটার নিয়ম কি?
আপনার ফেরার (রিটার্ন) তারিখ টিকেট কাটার পূর্বেই উল্লেখ করতে হবে।